শীর্ষ সন্ত্রাসী নাহিদকে বিদেশী অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় রেব অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোঃ আমির হামজা নাহিদকে বিদেশী অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক করেছে।
রেব অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোঃ আমির হামজা নাহিদ নামের একজন কে আটক করে। এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ২ রাউন্ড এ্যামোনেশনসহ ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রেবের অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী সোনাইমুড়ী থানার জুনদপুরসহ পৌর এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজী ও সন্ত্রাসমূলক কর্মকান্ড পরিচালনা করার কাজে উক্ত অবৈধ অস্ত্র ব্যবহার করে আসছিল। পাশাপাশি সোনাইমুড়ীতে মাদকের একটি সেন্ডিকেট নিয়ন্ত্রণ করতো। আসামীর বিরুদ্ধে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।