শীর্ষ সন্ত্রাসী মুসার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত
- আপডেট সময় : ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
মতিঝিলে জোড়াখুনের ঘটনায় মূল পরিকল্পনাকারী ঢাকার আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী সুমন শিকদার মুসার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ডিবি পুলিশ তাকে ঢাকা মেট্টোপলিটন মেজিস্ট্রেট আদালতে পাঠালে এ আদেশ দেয়া হয়। এর আগে সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে শীর্ষ সন্ত্রাসী মুসাকে ওমান থেকে গ্রেফতার করে দেশে আনার কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি জানান, টিপু হত্যার ঘটনায় অন্যতম মাস্টার মাইন্ড মুসা কিলিং মিশনের সমন্বয়কের দায়িত্ব পালন করে দুবাইয়ে গা ঢাকা দেয়।
আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী সুমন শিকদার ওরফে মুসাকে ওমানে গ্রেফতার করে ইন্টারপোল। পরে দু-দেশরে কুটনৈতিক তৎপরতায় বৃহস্পতিবার তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মুসাকে গ্রেফতার ও দেশে ফিরিয়ে আনার বিষয় তুলে ধরেন মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার।
তিনি দাবি করেন, মতিঝিল আওয়ামী লীগের নেতা টিপু হত্যার মাস্টারমাইন্ড ও মূল সমন্বয়কারী মুসা।
মুসাকে রিমান্ডে এনে চাঞ্চল্যকর টিপু খুনের অজানা তথ্য জানা যাবে–দাবি করেন এ কে এম হাফিজ আক্তার।
২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে সন্ত্রাসীর গুলিতে খুন হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহিদুর রহমান টিপু ও রিক্সা আরোহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সামিয়া আফরান জাহান প্রীতি।