শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন
- আপডেট সময় : ০৯:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৭১৬ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : শুক্রবার (২ সেপ্টেম্বর) চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিন জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাধারণ সভা অনুষ্ঠিত হবে এবং ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক ফরিদ বাশার। তার সঙ্গে রয়েছেন আবুল হোসেন মজুমদার ও এরফানুল হক নাহিদ। বাচসাসের ২০২২-২০২৪ মেয়াদের এবারের নির্বাচন হচ্ছে প্যানেলবিহীন।
মোট ২১টি পদের বিপরীতে লড়ছেন ৩৪ জন প্রার্থী এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন রাজু আলীম ও বাদল আহমেদ। সহ-সভাপতি পদে রয়েছেন অনজন রহমান, খান আখতার হোসেন, রাশেদ রাইন ও সালাম মাহমুদ। সাধারণ সম্পাদক পদে আছেন রিমন মাহফুজ ও মনিরুল ইসলাম মানিক। সহ-সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল ও সুমন চৌধুরী।
অর্থ সম্পাদক আবু সুফিয়ান রতন ও সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন ও শেখ রাজিয়া সুলতানা, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক মু. নাছিবুর রহমান খান ও রেজাউর রহমান রিজভী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইরানি বিশ্বাস-মুনতাসীর শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হোরায়রা মুরাদ-সুশীল চন্দ্র দাস, দফতর সম্পাদক আহমেদ তেপান্তর (আওয়াল) ও শোয়েখ মো. রাব্বি।
নির্বাহী সদস্য পদে আনিসুল হক রাশেদ, আমিনুর ইসলাম লিটন, তানজিল আহমেদ জনি, মাইনুল হক ভূঁইয়া, রাফি হোসেন, রিজওয়ানুল কবির, রুহুল আমিন ভূঁইয়া, রুহুল সাখাওয়াত, লিটন এরশাদ, লিটন রহমান ও শফিউল্লাহ সুমন। প্রতিদ্বন্দ্বী না থাকায় সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন আনজুমান আরা শিল্পী।
জানা গেছে, নির্বাচনে মোট ভোটার ৫২৭ জন। উভয়ই বিনোদন সাংবাদিকতার মান উন্নয়ন এবং সদস্যদের স্বার্থ রক্ষায় নানা পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন।
উল্লেখ্য, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনের নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। দেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’ সংক্ষেপে ‘বাচসাস’।