শুক্রবার ভোরে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল
- আপডেট সময় : ০৮:১৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বিশ্বকাপ বাছাইয়ের ভিন্ন ম্যাচে শুক্রবার ভোরে মাঠে নামবে লাতিন অঞ্চলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। ভোর ৫টায় প্যারাগুয়ের আতিথ্য নেবে আর্জেন্টিনা। আর সাড়ে ৫টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল।
বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে এবার প্যারাগুয়েকে বধ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ফর্ম ও অতীত পরিসংখ্যান, সবকিছুর বিচারে এই ম্যাচে এগিয়ে আর্জেন্টিনা। ১০৯ মোকাবেলায় ৫৯ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, প্যারাগুয়ের জয় ৩৪টি। কোয়ারেন্টাইন জটিলতা আর ইনজুরিতে সার্জিও আগুয়েরো, পাওলো দিবালা ও এমিলিয়ানো মার্টিনেজসহ গুরুত্বপূর্ন মোট পাঁচ ফুটবলারের সার্ভিস পাবে আর্জেন্টিনা। তাইতো আক্রমণে আবারও মেসির সঙ্গী হবেন লাউতারো মার্টিনেজ। এদিকে ভেনেজুয়েলার বিপক্ষে জয় পেলেই কাতার বিশ্বকাপ প্রায় নিশ্চিতই বলা যায় সেলেসাওদের জন্য। যদিও কোচ তিতের দুশ্চিন্তার কারণ মিডফিল্ডার ক্যাসেমিরোর ইনজুরি।