শুধু প্রাকৃতিক ঝড় নয়, দেশে রাজনৈতিক ঝড়ও আসছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:৫২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ১৫৮২ বার পড়া হয়েছে
শুধু প্রাকৃতিক ঝড় নয়, দেশে রাজনৈতিক ঝড়ও আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। দশ দফা দাবি আদায়ে ঢাকাসহ সকল মহানগরে চারদিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।
দশ দফা দাবি আদায় এবং খালেদা জিয়ার মুক্তিসহ সকল গায়েবী মামলায় নির্বিচারে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে, রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
নির্ধারিত সময়ের আগেই প্ল্যাকার্ড, ব্যানার হাতে নেতাকর্মীদের মিছিল আর শ্লোগানে মুখরিত হতে ওঠে নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুলসহ পুরো নয়াপল্টন এলাকা।
সমাবেশে বিএনপি নেতারা জিয়াউর রহমানের নামে মিথ্যা মামলার সমালোচনা করেন।
গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলন সফল করেই ঘরে ফিরবে বিএনপি বলে হুশিয়ারি দেন বিএনপির শীর্ষ নেতারা।
সমাবেশে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরাতেই জিয়াউর রহমানের নামে মামলা দেয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকার অধীনে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, দেশ রক্ষায় প্রয়োজনে আর-একবার মুক্তিযুদ্ধের মতো ঝাপিয়ে পড়তে হবে।
বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার, দ্রব্যমূল্যের উধ্বর্গতির প্রতিবাদসহ দশ দফা দাবি আদায়ে আগামী ১৯ মে থেকে ঢাকাসহ সব মহানগরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।