শুধু ব্যবসায়ীদের দিকে নয় গবেষণায় দিকেও নজর দিতে সরকারের প্রতি অনুরোধ
- আপডেট সময় : ০৭:৫০:০৬ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
শুধুমাত্র ব্যবসায়ীদের দিকে নয়, গবেষণায় দিকে নজর দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, গবেষণার দিকে নজর দিলে দেশের তরুণ গবেষকরা যতগুলো ভ্যাকসিনের নাম শুনেছেন সবগুলো ভ্যাকসিন ছয় মাসের মধ্যে তৈরি করতে পারবে। দুপুর ১২টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক বাংলাদেশে নতুন সার্স কভ-২ ভাইরাস শনাক্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি । এতে অংশ নিয়ে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার করোনা ভাইরাস সদৃশ্য মিউটেশন পাওয়া গেছে বলে জানান গবেষকরা।
দুপুরে রাজধানীর নগর স্বাস্থ্য হাসপাতালে গণস্বাস্থ্যকেন্দ্রে আয়োজিত সার্স কভ-২ নামে নতুন করোনা ভাইরাস শনাক্তের বিষয় তুলতে ধরতে এই মতবিনিময় সভার আয়োজন। এতে অংশ নিয়ে গবেষকরা জানান, বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার করোনা সদৃশ্য ভাইরাস পাওয়া গেছে ।
ভবিষ্যতে করোনার মারাত্মক কোনো মিউটেশনের বিকাশ বাধাগ্রস্ত করতে ভ্যাক্সিনেশন অতি দ্রুত শেষ করতে সরকারের কাছে অনুরোধ জানান তারা।
আলোচনায় অংশ নিয়ে গবেষণায় দিকে নজর দিতে সরকারের প্রতি অনুরোধ জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, বর্তমান সময়ে বাজারে যতগুলো ভ্যাকসিন রয়েছে তার সবগুলোই ছয় মাসে তৈরি করতে পারবে বাংলাদেশ।