শুরু হতে যাচ্ছে সিরামিক এক্সপো বাংলাদেশ-২০১৯
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তিনদিনের সিরামিক এক্সপো বাংলাদেশ-২০১৯।
এ আয়োজনে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের ১৫০টি ব্র্যান্ড অংশ নিচ্ছে। সকালে ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিএসইএ’র সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা। এশিয়ার অন্যতম এ সিরামিক মেলার আয়োজন করছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন- বিসিএসইএ। আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় চারটি হলে এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ৭ ডিসেম্বর রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।