শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা
- আপডেট সময় : ০২:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ১৭৯৮ বার পড়া হয়েছে
শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালনের উদ্দেশে মিনায় জড়ো হয়েছেন লাখো মুসল্লি। ২৭ জুন আরাফাতের ময়দানে অবস্থান করে আল্লাহর দুয়ারে নিজেদের উপস্থিতির জানান দেবেন মুসল্লিরা। এসময় ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে ময়দান।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…’ ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কার অলিগলি ও কাবা চত্বর।
মহান সৃষ্টিকর্তা আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা হাজির হয়েছেন মক্কায়। সৌদি আরবের অধিবাসীসহ বিশ্বের ১৬০ দেশের ২০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম আজ থেকে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা করবেন।
মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশে হাজীদের এই দীর্ঘ মিছিলে আছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। এবার ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন বাংলাদেশী হজপালন করবেন।
রোববার সকাল থেকে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা। ৭ ও ৮ জিলহজ হাজিরা মিনার তাঁবুতে অবস্থান করবেন। পরে পর্যায়ক্রমে আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাতযাপন এবং জামারাতে পাথর নিক্ষেপ, কোরবানিসহ নানা আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা। জামারাতে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।