শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
- আপডেট সময় : ০৪:৫৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭০৩ বার পড়া হয়েছে
পাঁচ দিন বিরতির পর শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দেশ-বিদেশের লাখো মুসল্লির জড়ো হয়েছেন টঙ্গির তুরাগ তীরে। দুপুরে জুম্মার নামাজে ঘটে বিশাল জমায়েত। নিরাপত্তায় প্রশাসনিক ব্যবস্থা আগের মতোই জোরদার করা হয়েছে।
দ্বিতীয় পর্বে আমবয়ান করেন ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মনির বিন ইউসুফ। মুসুল্লিরা নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়ে বয়ান শোনেন। তাবলীগ জামায়াতের শীর্ষ মুরুব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা অংশ নিচ্ছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে। ভারত থেকে যোগ দিয়েছেন সা’দের তিন পুত্র মাওলানা ইউসুফ, মাওলানা সাঈদ ও মাওলানা ইলিয়াস।
দেশ-বিদেশের লাখো মুসল্লি ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন। জুমার নামাজে অংশ নিতে গাজীপুর ও আশপাশের জেলা থেকে লাখো মুসুল্লি আসেন ইজতেমা ময়দানে। জুমার নামাজ পড়ান মাওলানা ইউসুফ বিন সা’দ কান্দলভি।
ইজতেমার নিরাপত্তায় প্রথম পর্বের মতোই পুলিশ সদস্যরা তিনটি অংশে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করছেন। সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে সিসি ক্যামেরা।
তাবলিগ জামায়াতের দুই গ্রুপের বিরোধে গত কয়েক বছর ধরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে দুই পর্বে। রোববার আখেরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।