শুরু হলো ‘বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২১’
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় অন্বেষণ ও পুলিশ বাহিনীর মধ্য থেকে ভালো কাবাডি খেলোয়াড় তৈরির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২১’।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ বনাম আরআরএফ খুলনার মধ্যকার খেলা দিয়ে শুরু হয় এই চ্যাম্পিয়নশিপের যাত্রা। সকাল ১০টায় মিরপুর পিওএম কাবাডি মাঠে এই টুর্নামেন্টে আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ঢাকা রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। গ্রাম-গঞ্জের সবার কাছেই এ খেলাটি জনপ্রিয়। পাশাপাশি পুলিশ ব্যবস্থাপনায় কাবাডি খেলায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।