শুরু হলো শোকাবহ আগস্ট
- আপডেট সময় : ০১:৩৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / ১৮৬৭ বার পড়া হয়েছে
শুরু হলো শোকাবহ আগস্ট। এ মাসেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যার মাধ্যমে এক কলঙ্কিত অধ্যায় রচিত হয়। শুধু বঙ্গবন্ধু নয়, পুরো পরিবারের প্রাণ কেড়ে নেয় ঘাতকের বুলেট। প্রতি বছর এ মাসটিকে শোকের মাস হিসেবেই পালন করে আওয়ামী লীগ। আর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। ঘৃণ্যতম এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন। বঙ্গবন্ধুর দুই কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় বেঁচে যান। শোকাবহ আগস্টে প্রতি বছরের মত এবারও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।