শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন।
বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শুরু হয় আজকের অধিবেশন। অধিবেশন শুরুতে শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রম শেষ হয়। অধিবেশনের শুরুতে স্পিকার সবাইকে অধিবেশনে স্বাগত জানিয়ে সভাপতিণ্ডলীর সদস্য মনোনয়ন নেন। সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের বৈঠক পরিচালনা করেন। পরে স্পিকার শোক প্রস্তাব পাঠ করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৯ আগস্ট নবম অধিবেশন আহ্বান করেন। সংসদের বিগত অষ্টম অধিবেশন গত ৯ জুলাই শেষ হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন ও সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।