শূন্য শুল্কে আমদানির সিদ্ধান্তে কমতে শুরু করেছে চালের দর
- আপডেট সময় : ০১:৩২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। ঊর্ধ্বমুখী তালিকায় রয়েছে মাছ, মাংস, তেল, আদা জিরাসহ সব রকম মশলার দর। এদিকে চালের দাম কেজিতে কমেছে ২ থেকে ৩ টাকা। কমেছে কাচাঁ মরিচ, ডিম ও ব্রয়লার মুরগী দাম।
আমদানি ভালো থাকায় রাজধানীর বাজারে একটু কম দামে মিলছে সব ধরনের সবজি। সপ্তাহের ব্যবধানে ৬০ টাকার পটল বিক্রি হচ্ছে ৩০ এ। ১৩০ টাকার টমেটো দাম কমে ৮০ থেকে ৯০ টাকায় মিলছে। কাচাঁ মরিচের ঝাঁজ কমে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ টাকা।
আগুন লেগেছে মশলার বাজারে। সপ্তাহ ঘুরে ৩২০ টাকার জিরা এ সপ্তাহে প্রতিকেজির দর ৪৭০ টাকা। চিনির ৫ টাকা করে বেড়ে বিক্রি হচ্ছে ৯৫তে। মসুর ডাল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকায়। আদা প্রতি কেজি ১২০ থেকে ১৩০।
তেলের দাম বৃদ্ধির পর বৃহস্পতিবার নতুন করে তেল সরবরাহ শুরু হয়। প্রতি লিটার সয়াবিন তেল ১৯২ টাকা। ক্রেতারা পড়েছে বিপাকে।
শুল্ক বাদ দিয়ে আমদানীর ঘোষণায় কিছুটা কমেছে চালের দাম। এই সপ্তাহে ২ থেকে ৩ টাকা কমেছে মিনিকেটের দর ৭২ থেকে ৭৪ টাকা। আর আটাইশ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকায়।
ডিমের ডজন এখন ১১৫ থেকে ১২০। ব্রয়লার মুরগী ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭০ এ।
বরাবরের মতো মাছের বাজার ঊর্ধ্বমুখী। ইলিশের হালি সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। কেজিপ্রতি অন্তত ৪০ টাকা করে বেড়েছে সব ধরনের মাছের দাম।
গরু মাংস প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০০ আর খাসির মাংস ৯৫০ টাকায় বিক্রি চলছে।