সারাদেশে পালিত হচ্ছে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী
- আপডেট সময় : ০৫:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাঁতার প্রতিযোগিতা, পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী।
দিবসটি উপলক্ষে নেত্রকোনার মোক্তারপাড়া মুক্তমঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদসহ অনেকে ।পরে আলোচনা সভা হয়।
পটুয়াখালীতেও বর্নাঢ্য আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংরক্ষিত নারী সাংসদ কানিজ সুলতানা, জেলা প্রশাসক নূর কুতুবুল আলমসহ দলীয় নেতাকর্মীরা।
টাঙ্গাইল স্টেডিয়ামে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। পরে আলোচনা সভা ও পুরস্কার প্রদান করা হয়।
বরিশালে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পাবনায় শ্রদ্ধা জানান, ৫ আসনের সংসদ সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ। পরে রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
জামালপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়।
দিনটি উপলক্ষে সিরাজগঞ্জ আয়োজন করা হয় ৫০ কিলোমিটার যুমনা সাঁতার প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের ১৭ জন সাঁতারু।
ঝালকাঠিতে শেখ কামালের বেদিতে পুস্পমাল্য অর্পন করে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শামীম হাসানসহ অনেকে।
শেখ কামালের ৭৪ তম জন্মদিনে পালিত হয়েছে কুমিল্লায়।সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য
আ ক ম বাহাউদ্দিন বাহার। পরে জেলা প্রশাসক ক্ষুদে নারী ফুটবলারসহ খেলোয়াড়দের মাঝে গাছের চারা বিতরণ করেন।
নড়াইলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরের অস্থায়ী মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, গাছের চারা বিতরণ ও আলোচনা সভা হয়।
মাগুরায় জেলা প্রশাসকের উদ্যোগে নোমানি ময়দানে শহীদ মিনার চত্তরে শেখ কামাল প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।