শেখ হাসিনাই হবেন নির্বাচনকালীন সরকার প্রধান : কাদের
- আপডেট সময় : ১০:৪৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ১৫৯০ বার পড়া হয়েছে
শেখ হাসিনাই হবেন নির্বাচনকালীন সরকার প্রধান। এটাই বিএনপির প্রতি আওয়ামী লীগের শেষ বার্তা বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তত্ত্বাবধায়ক-ওয়ান ইলেভেন– এদেশে আর হবে না উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচন অবশ্যই যথাসময়ে হবে। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশে একথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি অবরোধ দিলে পাল্টা অবরোধ দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আরও জানাচ্ছেন এস কে সৌরভ
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিনে এই শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
দুপুরের পর থেকে ব্যানার-ফেস্টুন আর মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন এবং মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা।
এ সময় শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের রাস্তাসহ আশেপাশের পুরো এলাকা।
আলোচনায় অংশ নিয়ে, বিএনপি সন্ত্রাসীদের এনে ঢাকা দখলের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে যোগ দিয়ে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার এবং ওয়ান ইলেভেন এদেশে আর আসবে না। পঁচাত্তরের খুনীদের হাতে কোনোভাবেই ক্ষমতা দেয়া যাবে না বলে জানান তিনি।
এসময় বিএনপি’র আন্দোলন ও ঢাকা অবরোধ কর্মসূচির সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিএনপিকে সরকার পতনের শেষ বার্তার দিনক্ষণ জানানোর আহবান জানান ওবায়দুল কাদের।