শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদে রেখে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা সম্ভব নয়: গয়েশ্বর
- আপডেট সময় : ০৮:৫২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
খালেদা জিয়াকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে সরকার বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদে রেখে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা সম্ভব নয়। তাই শিগগিরই সরকার পতনের এক দফা আন্দোলনে নামতে হবে সবাইকে। ঢাকায় আলাদা দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারা।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী শ্রমিকদল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অন্তত ৮৬ জন নেতাকর্মীকে গুম করাসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর অব্যাহত দমন পীড়নে মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছে বর্তমান সরকার। সবশেষ খালেদা জিয়াকে তার চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন প্রধানমন্ত্রী।
এদিকে ঢাকা রিপোটার্স ইউনিটির সম্মেলন কক্ষে নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিদায়ী তথ্য প্রতিমন্ত্রীর বিনা বাধায় বিদেশ গিয়ে প্রমাণ করেছেন প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি বেপোরোয়া হয়ে উঠেছিলেন।
সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে জনগণ এই সরকারকে ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভি। আর গয়েশ্বর রায় বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার পথে প্রধান প্রতিবন্ধকতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তাকে ক্ষমতা থেকে সরানোই বিএনপি নেতাকর্মীদের প্রধান লক্ষ্য।