শেখ হাসিনার কাছে দেশ ও জনগণের স্বার্থ সবার আগে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের রাজনীতির উৎস জনগণ নয়– বরং বন্দুকের নল, তাদের মুখে জনস্বার্থ ও গণতন্ত্রের কথা মানায় না। সকালে সেতু মন্ত্রণালয়ের নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি। দেশকে উন্নয়ন-বঞ্চিত রেখে স্বাধীনতার চেতনাকে ভূলুন্ঠিত করে, হত্যা-সন্ত্রাস নির্ভর রাজনীতির চর্চা করায় জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে সেতু ভবনে সেতু মন্ত্রণালয়ের নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় মতবিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনলাইনে যুক্ত হয়ে সরকারের বিরুদ্ধে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সমালোচনার জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশ ও জনগণের স্বার্থ সবার আগে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে ভারত সফরে গিয়ে গঙ্গার পানিবন্টন নিয়ে আলোচনার কথা ভুলে গিয়েছিলেন।
বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশবিরোধী বিদেশী অপশক্তিরই প্রতিভূ ছিল বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।