শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত ৭ আসামির জামিন স্থগিত
- আপডেট সময় : ০৭:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায়, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৭ জনকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেয়। গত ২৬ মে ওই ৭ আসামিকে জামিন দিয়েছিল হাইকোর্ট। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে ২৭ মে আপিল বিভাগের চেম্বার আদালত জামিনের ওপর স্থগিতাদেশ দেয়। একই সঙ্গে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দেয়। মামলাটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য এলে, ৩০ মে রাষ্ট্রপক্ষকে ৩ সপ্তাহের মধ্যে লিভ টু আপিল দায়ের করতে বলা হয়। পরে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি নিয়ে আজ এই আদেশ দেয় আপিল বিভাগ।