শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সরকারের অর্জন নিয়ে ১১৩৭ ভিডিও প্রকাশ
- আপডেট সময় : ০১:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৩৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বহুমুখী উদ্যোগ, অর্জন ও বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মসূচি তুলে ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রায় ১ হাজার ১৩৭টি ভিডিও প্রকাশ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও কনটেন্টের মাধ্যমে সরকারের বিভিন্ন খাত ও মন্ত্রণালয়ের অধীনে সম্পাদিত সার্বিক উন্নয়নের বাস্তব চিত্র আলাদা আলাদা করে তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার জানিয়েছেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপনের জন্য এসব ভিডিও প্রকাশ করা হয়েছে।
এসব ভিডিও বিষয়বস্তুতে গত ১৪ বছরে হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অর্জিত অগ্রগতির বাস্তব চিত্র ও পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরোয়ার-ই-আলম সরকারের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. শামছুল আলম অনিক এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শ্রম ও জনশক্তি উপসম্পাদক এএসএম রাইসুল হাসান সোয়েব স্বপ্রণোদিত হয়ে এসব ভিডিও কন্টেন্ট তৈরি করেন।
এবিএম সরওয়ার-ই-আলম সরকার বলেন, ‘এই ভিডিওগুলো ওয়েব সাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে উন্মুক্ত থাকবে। যাদের প্রয়োজন তারা যেকোনো ইতিবাচক কাজের জন্য এসব ব্যবহার করতে পারেন।’
এই উদ্যোগের অপর দুই সদস্য শামছুল আলম অনিক ও আ স ম রাইসুল হাসান সোয়েব জানান, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এবং সাধারণ জনগণ বিভিন্নভাবে এই সংগৃহীত তথ্য থেকে উপকৃত হলেই তাদের প্রচেষ্টা সার্থক হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংকগুলো দেওয়া হলো:
https://www.facebook.com/e.albd?mibextid=LQQJ4d
https://x.com/vote_for_al?s=11&t=NNcHjJIfeNrOhIng9JCjHA
https://youtube.com/@voteforawamileague?si=s8L5ly4lSQNFvQYm
ও https://voteforawamileague.org/
সূত্র : বাসস