শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০২:০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
করোনার মহামারিতে দেশের চলমান উন্নয়ন যাত্রায় কিছুটা বাধা সৃষ্টি হলেও শেখ হাসিনা নেতৃত্বের আসনে থাকলে বাংলাদেশ আবার সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে দাবি করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তাঁর বাসভবনে “সজিব ওয়াজেদ জয়-সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি” গ্রন্থটির মোড়ক উন্মোচন শেষে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে নেপথ্য কারিগর সজিব ওয়াজেদ জয় প্রযুক্তির সহায়তায় দেখিয়েছেন বিস্ময়কর সাফল্য। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন সার্বভৌম পতাকা এবং তাঁর কন্যা শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন ও অর্জনের বিশ্বব্যাপী স্বীকৃতি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন প্রযুক্তির অব্যাহত উন্নতির কল্যাণে বাংলাদেশ বদলে গেছে। এই দিন বদলের কৃতিত্ব শেখ হাসিনার নেতৃত্ব আর আইসিটির সক্ষমতার রুপকার সজীব ওয়াজেদ জয়। এসময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী এবং গ্রন্থটির প্রকাশক জোনায়েদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব ও গ্রন্থটির সম্পাদক আশরাফুল আলম খোকন এবং জয়ীতা প্রকাশনীর স্বত্বাধিকারী ইয়াসিন কবির জয়।