শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও সুশাসনে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে : হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৬৭২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও সুশাসনে বাংলাদেশ বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র, কৃষকদের মাঝে কৃষি বীজ, অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন এবং দুস্থ ও অসহায় শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। হানিফ বলেন, পৃথিবীর বুকে বাংলাদেশ উন্নয়নের এক রোল মডেল। দেশের এমন কোনো অংশ নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। কৃষিনির্ভর এই বাংলাদেশে কৃষক বাঁচলে বাঁচবে কৃষি। আর কৃষি বাঁচলে দেশের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাবে। এ সময় কয়েকশ’ দলীয় নেতা-কর্মিসহ অসহায়, দু:স্থ মহিলা, কৃষক, শিশু-কিশোররা উপস্থিত ছিলেন।