শেখ হাসিনার মতো আর কোন দিনও এমন নেতা পাওয়া যাবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
শেখ হাসিনার মতো আর কোন দিনও এমন নেতা পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন’ সাবেক কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়ামসদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরীএমপি।
দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতা বাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উল আযহা উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে হতদরিদ্রদের মাঝে শাড়ি ও শার্ট বিতরণ কালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি নালিতা বাড়ী উপজেলার ৫টি ইউনিয়ন এবং নকলা পৌরসভা ও নকলা উপজেলার ৯টি ইউনিয়নে ৩ হাজার শাড়ি ও দেড় হাজার শার্ট বিতরণ করেন। অনুষ্ঠানে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।