শেখ হাসিনা ও তার পরিবারের নির্দেশেই বিডিআর হত্যাকাণ্ড : নিহতদের স্বজন
- আপডেট সময় : ১০:৩২:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- / ২০১৯ বার পড়া হয়েছে
ভারতের ইন্ধনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নির্দেশে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিলো বলে অভিযোগ করেছে তৎকালীন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া। নিহতদের স্বজনদের দাবি- এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, অথচ তৎকালীন সরকার এটিকে ডাল-ভাতের বিদ্রোহ বলে চালিয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কুশীলবদের বের করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের পাশাপাশি আগের তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশেরও দাবি জানান তারা।
২০০৯ সালের ২৫ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪জন হত্যার বিচার দাবিতে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে করে নিহত পরিবারের সদস্যরা।
শুরুতেই স্বজন হারানোর কষ্টের কথা তুলে ধরেন তারা।
সেদিন পিলখানার দরবার হলে কি ঘটেছিল তার রোমহর্ষক বর্ণনা দেন প্রত্যক্ষদর্শী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান।
এ ঘটনা পিছনের দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত ছিল বলেও অভিযোগ করেন স্বজনরা।
হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি জানান তারা।
এটি বিদ্রোহ ছিল না নিছক হত্যাকাণ্ড উল্লেখ করে ২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস পালনের দাবি জানান তারা।