শেরপুরে ট্রাকচাপায় নবম শ্রেণির শিক্ষার্থী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় নবম শ্রেণির শিক্ষার্থী আক্রাম হোসেন আসিফ নামে নিহত হয়েছে।
গেল রাতে, উপজেলার আমবাগান-বারমারী রোডে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, আক্রাম হোসেন আসিফ বাইসাইকেলে পলাশিকুড়া থেকে থেকে বাড়ির দিকে আসছিলো।পথে বিপরীত দিক থেকে আসা বারমারীগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই সে মারা যায়।এসময় ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। নিহত আক্রাম হোসেন পলাশিকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও বেকীকুড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
….
এদিকে,নড়াইলে সড়ক দুর্ঘটনায় পা হারানো কৃষক গোলাম নবী চিকিৎসাধীন অবস্থায় ১০দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাত ২টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।গত ১৭ নভেম্বর নড়াইল শহরের শেখ রাসের সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহীবাস গাছের সাথে ধাক্কা লাগে।এতে কৃষক গোলাম নবীসহ অন্তত ১০ জন আহত হয়েছিলো।