শেরপুরে নিখোঁজের ২০ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ২০ দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালক হোসেন আলীর মরদেহ উদ্ধার করেছে রেব।
রেব-১৪ জানা যায়, গেল ২৬ নভেম্বর শেরপুরের শ্রীবরদী পৌর এলাকার সেখদি গ্রামের নিজ বাড়ী থেকে অটোরিকশা নিয়ে বের হয় হোসেন আলী। এরপর থেকেই নিখোঁজ হয় সে। পরে তার অটোরিকশা ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া থেকে উদ্ধার করে পুলিশ। বিষয়টি রেবকে জানানো হলে রেব অনুসন্ধান করে ঝিনাইগাতীর নওকুচি থেকে সুমেল নামে এক ছিনতাইকারীকে আটক করে। তার দেয়া তথ্যে আরেক ছিনতাইকারী সুজনকেও আটক করা হয়। তারা জানায়, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রীবেশে অটো রিকশায় উঠে গারো পাহাড়ে নিয়ে যায়, পরে তাকে হত্যা করে মরদেহ মাটির নীচে চাপা দেয়।