শেরপুরে পরিত্যক্ত প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে সুতা
- আপডেট সময় : ১০:৪৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
শেরপুরে পরিত্যক্ত প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে সুতা। এতে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। উদ্যোক্তাদের দাবি, এ খাতে সরকারি কিংবা বেসরকারিভাবে ঋণ দেয়ার। এদিকে, ক্ষুদ্র ঋণসহ সার্বিকভাবে সহযোগিতার কথা জানিয়েছে বিসিক।
শেরপুর শহরের কুসুমহাটি এলাকায় ‘জাহিদ প্লাষ্টিকস’ নামে গড়ে উঠেছে সুতা তৈরির কারখানা। শহরের আনাচে-কানাচে পড়ে থাকা পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী কুড়িয়ে আনে শ্রমিকরা। পরে মেশিনে টুকরো করে ধুয়ে পরিষ্কারের পর রোদে শুকানো হয়। এই প্লাস্টিকের টুকরো গলিয়ে তৈরি করা হয় সুতা। যা কেঁকড়া নামে পরিচিত। বর্তমানে এ কারখানায় কাজ করছেন ১০ থেকে ১২ শ্রমিক। তারা এ কাজ করে সংসার চালায়। প্রায় এক বছর আগে কুসুমহাটিতে নিজ বাড়ির পাশেই তিনজন অংশীদার নিয়ে কারখানাটি গড়ে তোলেন আরশাদ আলী।
অন্যদিকে, এ ব্যাপারে আইন মেনে কার্যক্রম পরিচালনা করলে সহযোগিতা করা হবে বলে জানায় সংশ্লিষ্টরা। শেরপুরে এমন ৩-৪টি কারখানা রয়েছে। ব্যবসায়ীদের কাছে কেঁকড়া সুতাও জনপ্রিয়তা পেয়েছে। এ কারণে দিন দিন বাড়ছে এর চাহিদা।