শেরপুরে পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
শেরপুরে পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত তিনদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মহারশী নদীর পানি বেড়ে ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সকাল থেকে মহারশী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার সদর বাজার, উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকাসহ সদর ইউনিয়নের অন্তত পাঁচ গ্রাম এবং সোমেশ্বরী নদীর পানি বেড়ে ধানশাইল ইউনিয়নের আরও পাঁচ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি প্রবেশ করতে শুরু করেছে নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর তীরবর্তী এলাকাগুলোতে। প্লাবিত হয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। ফলে ছুটি দেয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোতে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, সকাল থেকে পানি আসতে শুরু করেছে। উপজেলা পরিষদে পানি ওঠায় ব্যাহত হচ্ছে কার্যক্রম।
বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে।