শেরপুরে প্রতিনিয়ত দখল হচ্ছে বনের জমি
- আপডেট সময় : ০৬:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
শেরপুরে প্রতিনিয়ত দখল হচ্ছে বনের জমি। দীর্ঘদিন বসবাসের দোহাই দিয়ে জমি ছাড়ছে না স্থানীয়রা। বন বিভাগ বলছে, উচ্ছেদ করতে গেলে বাঁধা দেয় অবৈধ দখলদাররা। উচ্চ পর্যায়ের নির্দেশে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান, বন সংরক্ষক।
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের মধুটিলা, রাংটিয়া ও বালিজুড়ি রেঞ্জসহ জেলায় প্রায় ২০হাজার একর বনভূমি রয়েছে। বন বিভাগের এই বিশাল জমির প্রায় ২০ ভাগ এখন দখলদারের হাতে। গারো পাহাড়ের জমি কেটে তৈরী হচ্ছে নতুন নতুন বাড়ি। বনের জমিতে হচ্ছে চাষাবাদ। বিকল্প ব্যবস্থা ছাড়া জায়গা ছাড়তে রাজি হচ্ছেনা স্থানীয়রা।
উল্টো দখলদারদের হুমকির মুখে রয়েছে বন বিভাগের কর্মকর্তা।
পুনর্বাসনের মাধ্যমে দখলকারীদের উচ্ছেদ করা হবে বলে জানায়, উপজেলা প্রশাসন।
ইতোমধ্যে দখলদারদের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
জেলার ২০ হাজার একর বনভূমির মধ্যে সংরক্ষিত এলাকা রয়েছে প্রায় ছ’হাজার একর। এর মধ্যে বেদখল হয়েছে দু’হাজার একরেরও বেশি।