শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত নির্মাণ হচ্ছে নতুন বইপাস সড়ক

- আপডেট সময় : ১২:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / ১৯৮৪ বার পড়া হয়েছে
শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত নির্মাণ হচ্ছে নতুন বইপাস সড়ক। এতে জেলা দুটিতে যাতায়তে দূরত্ব কমবে ২০কিলোমিটার। ব্রহ্মপুত্রের চরাঞ্চলবাসীর জীবন-জীবিকায় আসবে নতুন গতি। স্থানীয়দের প্রত্যাশা, এতে এ অঞ্চলে স্থাপিত হবে ভারী ও মাঝারি শিল্প। বাড়বে কর্মসংস্থান, কমবে বেকারত্ব। সড়ক বিভাগ বলছে, আগামী দুই বছরের মধ্যেই শেরপুরবাসী এর সুফল পাবে।
ভারী যন্ত্রপাতি আর শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে এভাবেই এগিয়ে যাচ্ছে শেরপুর-ময়মনসিংহ বইপাস সড়কের কাজ। শেরপুরের কানাশাখোলা থেকে ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরাণগঞ্জ হয়ে ময়মনসিংহের রহমতপুরে মিলিত হবে এই নতুন সড়ক। এই সড়কে শেরপুর থেকে ময়মনসিংহের দূরত্ব ২০ কিলোমিটার কমে দাঁড়াবে ৪৯ কিলোমিটারে।
বিকল্প এই সড়কে বদলে যাবে লাখ লাখ মানুষের জীবনযাত্রার মান। শুধুমাত্র সড়ক যোগাযোগের উপর নির্ভরশীল এই জেলার সাথে বিভাগীয় শহর ময়মনসিংহের যোগাযোগ, অর্থনীতি, বাণিজ্যসহ সামগ্রীক উন্নয়নে আসবে পরিবর্তন। তবে দ্রুত কাজ করার দাবী স্থানীয়দের। এই সড়কটি নির্মাণ হলে মানুষের কর্মঘন্টা সাশ্রয় হবে বলে জানান; শেরপুর সড়ক বিভাগের এই কর্মকর্তা। শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত এই সড়কের দৈর্ঘ্য ৪৪.৯০৬ কিলোমিটার এবং প্রস্থ হবে ৩৩.৭৮ ফুট। শেরপুর অংশে প্রায় সাড়ে ২৪ কিলোমিটার সড়কে ৩৫টি ছোট কালভার্ট ও তিনটি বড় ব্রীজ রয়েছে। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩শ ৩০ কোটি টাকা।