শেরপুর সীমান্তে কমেছে বন্য হাতির উপদ্রব
- আপডেট সময় : ০৮:২৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ১৮৫২ বার পড়া হয়েছে
শেরপুর সীমান্তে কমেছে বন্য হাতির উপদ্রব। অন্যান্য বছরের তুলনায় এবছর লোকালয়ে হাতির তান্ডব তুলনামূলক কম। তবে, হাতির তান্ডব না থাকলেও আতঙ্কেই আধা-পাকা ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা।
কিছুদিন আগেও বন্য হাতিরা দলবেঁধে লোকালয়ে হানা দিয়ে খেয়ে সাবার করতো কৃষকের ফসল, নষ্ট করতো শাক-সবজি ও গাছ-পালা। আর এমন চিত্র দেখা যেতো জেলার সীমান্তবর্তী তিন উপজেলা শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে। প্রতি বছর ধান পাকার মৌসুমে লোকালয়ে হাতির তান্ডব হলেও এ বছর হাতির তান্ডব তুলনামূলক কম। তবে, হাতির তান্ডব না থাকলেও আতঙ্কেই আধা-পাকা ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা।
বর্তমানে বন্য হাতির দল পাহাড়ের ভেতরে থাকছে, মাঝে মধ্যে বের হলেও তুলনামূক তান্ডব নেই। তবে, এবার তান্ডব না থাকলেও ভয়েই আগে থেকেই আধা-পাকা ধান কাটছেন কৃষকরা। হাতির জন্য নিরাপদ আবাস প্রয়োজন, জানালেন এ প্রশিক্ষক। এদিকে, হাতি-মানুষের সংঘাত দূর করতে নানা উদ্যোগের কথা জানান; বন বিভাগের এই কর্মকর্তা। বন বিভাগের তথ্য মতে, ২০১৪ থেকে এখন পর্যন্ত হাতির আক্রমণে ২১জন মানুষের মৃত্যু হয়েছে। অপরদিকে, মানুষের তৈরি বিভিন্ন ফাঁদ কিংবা নানা কারণে ২৬টি হাতির মৃত্যু হয়েছে।