শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেবায় কেউ সন্তুষ্ট নন
- আপডেট সময় : ০৩:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৫৫ বার পড়া হয়েছে
বরিশালসহ খুলনা বিভাগের একাংশ এবং ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জের মানুষের শেষ ভরসাস্থল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। পুরনো এই প্রতিষ্ঠানের সেবায় কেউ সন্তুষ্ট নন। গুরুতর আঘাতপ্রাপ্ত কোনো রোগীর চিকিৎসাসুবিধা না থাকায় স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল বা বঙ্গবন্ধু মেডিকেলে।
বেহাল দশা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের। কোন কিছুই চলছে না স্বাভাবিক নিয়মে। অস্ত্রোপচারের জন্য রোগীদের অপেক্ষা করতে হয় মাসের পর মাস। অধিকাংশ যন্ত্রপাতি বিকল থাকায় কম মূল্যে পরীক্ষা-নিরীক্ষা সুবিধা থেকে বঞ্চিত রোগীরা। অনিয়ম-দুর্নীতিতে জড়িত বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। ডাক্তার, ওয়ার্ডবয় ও আয়াদের দুর্ব্যবহারে অতিষ্ঠ সবাই।
বার্ণ ইউনিটে চলছে চিকিৎসক সংকট। অ্যাম্বুলেন্স ব্যবস্থায় চরম দুর্ভোগে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। তা দিয়েও নিস্তার নেই হাসপাতালের কর্মচারীদের দুর্ব্যবহার নিত্য ব্যাপার। সুচিকিৎসা নেয়ার উপায় খুঁজছেন রোগী ও স্বজনরা। হাসপাতালের সুব্যবস্থার দেখা নেই। অবকাঠামোগত ভাবে জরাজীর্ণ ভবনটি নোংরা আবর্জনায় ভরা। পরিষ্কার করার কেউ নেই। অপরিষ্কার জায়গায় তেলাপোকাদের বসবাস। অহরহ চলাচলে খাবার দাবার নষ্ট হচ্ছে। রোগীদের যত্নের অভাবতো আছেই সঙ্গে থাকতে এসে অসুস্থ হয়ে পড়ছেন স্বজনরাও।
বর্হিবিভাগের চিকিৎসকরা প্রতিদিন ২শ রোগীর সেবা দেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। সে ক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা থাকতে পারে স্বীকার করে ডা. সাইফুল ইসলাম জানান, যে কোন ধরণের অভিযোগ পেলে তা সমাধানে তিনি আন্তরিক থাকেন। বার্ণ ইউনিটিতে চিকিৎসক স্বল্পতার কথাও জানান তিনি। অ্যাম্বুলেন্সের জন্য নির্ধারিত ভাড়ার তালিকা করে দেয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।