শেষদিকে এসে জমে উঠেছে সিলেটের ঈদবাজার
- আপডেট সময় : ১০:২৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
রমজানের শেষদিকে এসে জমে উঠেছে সিলেটের ঈদবাজার। তবে পোশাকের উচ্চমূল্যে দিশেহারা মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। গতবছরের তুলনায় প্রতিটি পোশাকের মূল্য ২০ থেকে ৩০ শতাংশ বেশি। তবে ব্যবসায়ীরা বলছেন, বিশ্বজুড়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণেই পোশাকের দাম বাড়তি। এদিকে ঈদবাজারের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। এ পর্যন্ত বিভিন্ন রাস্তায় সংগঠিত অপরাধের কারণে বেশ কয়েকজনকে গ্রেফতারের পাশাপাশি হচ্ছে মামলা।
প্রবাসী অধ্যূষিত সিলেটে স্বজনদের পাঠানো রেমিট্যান্স আর দেশে বসবাসকারীদের রুচির সম্মিলনে প্রতিবছর রঙিন হয়ে ওঠে ঈদবাজার। অন্য বছরের মতোই এবারো রমজানের শেষ সপ্তাহে জমে উঠেছে ঈদবাজার। সিলেট নগরীর বিভিন্ন মার্কেট, বিপণী বিতান, শপিংমলে সন্ধ্যার পর থেকেই ক্রেতা আর দর্শনার্থীদের ভিড়। ঈদুল ফিতরকে সামনে রেখে ক্রেতা আকর্ষণে বর্ণিল আলোয় সাজানো হয়েছে নগরীর বিভিন্ন শপিং মল ও সুপার মার্কেট। ক্রেতাদের আনাগোনায় মুখরিত এসব অভিজাত শপিংমল, ফ্যাশন হাউসসহ বিভিন্ন মার্কেট।
তবে ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার পোশাকের দাম বেশ চড়া। পোশাকের দাম নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নাগালে বাইরে চলে যাওযায় অনেকে বাজেট কাটছাট করছেন। এদিকে, বিক্রেতারা বলছেন, মার্কেটে উপস্থিতি বাড়লেও আশানুরূপ বিকিকিনি নেই। অভিজাত বিপনী বিতানেও বিক্রিবাট্টা কম।
এদিকে ঈদ কেনাকাটা নির্বিঘ্ন করতে সর্ব্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সিসিটিভি দিয়ে পুরো নগরী মনিটরিংয়ের পাশাপাশি নিরাপত্তার জন্য ২ পালায় অতিরিক্ত পুলিশ কাজ করছে। রমজানে সড়কে অপরাধ সংগঠনের দায়ে গ্রেফতার ও মামলা দিচ্ছে পুলিশ।
প্রশাসন ঈদবাজার নির্বিঘ্ন করে নতুন পোশাকে সিলেটবাসীকে ঈদুল ফিতরের আনন্দে মাতাতে চাইলেও বাধ সাধছে মধ্যবিত্তের অর্থনৈতিক দুরবস্থা।