শেষ গন্তব্যে পথে মওদুদ আহমদের মরদেহ
- আপডেট সময় : ০১:৩০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
শেষ গন্তব্যে পথে ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ। দু’দফা জানাজা শেষে হেলিকপ্টারে করে নিজ জেলা নোয়াখালী নিয়ে যাওয়া হচ্ছে তার মরদেহ।
বেলা সাড়ে দশটার দিকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এই দেশ বরেণ্য রাজনীতিবিদের দ্বিতীয় দফা জানাজায় অংশ নেন দলের সিনিয়র নেতারা। মানুষের ঢল নামে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে । এসময় স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর বরেণ্য নেতার শূণ্যতার কথা তুলে ধরেন। এর আগে সোয়া দশটার দিকে মওদুদ আহমদের প্রথম জানাজা সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সেখানে দীর্ঘদিনের কর্মজীবনের নানা দিক তুলে ধরেন আইনজীবীরা। সকাল ৯টা থেকে প্রায় ঘন্টা খানেক কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান তাঁকে। হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে নোয়াখালীতে নেয়া হচ্ছে। কবিরহাট ও কোম্পানীগঞ্জের বসুরহাটে আরো দু’দফা জানাজা শেষে সবশেষ নিজ গ্রাম মানিকপুরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করার কথা রয়েছে এই খ্যাতিমান রাজনীতিবিদের।