শেষ টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
- আপডেট সময় : ০২:৫০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো ক্যারিবীয়রা। ২-১ ব্যবধানে সিরিজ জিতলো কিউইরা।
জ্যামাইকার সাবিনা পার্ক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তোপের মুখে পরে তারা। ১৮ রানে হারায় ১ উইকেট। পরে আসা যাওয়ার মিছিলে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে কিউইরা। সর্বোচ্চ ৪১ রান করেন গ্লেন ফিলিপস। জবাবে ব্যাট করতে নেমে উরন্ত সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ও শামার ব্রুকসের উদ্বোধনী জুটিতে আসে ১০২ রান। ৩৫ বলে ৫৩ রানে আউট হন কিং। তৃতীয় উইকেটে নামা ডেভন থমাস সাজঘরে ফেরেন ৫ রানে। পরে শামার ব্রুকস অধিনায়ক রোভম্যান পাওয়েলকে সঙ্গে নিয়ে ৩৭ রানের জুটিতে ১৫০ রান করে সহজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রুকস ৫৬ ও পাওয়েল ১৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা ব্রান্ডন কিং। ও সিরিজ সেরা হন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস।