শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো ওয়েলস
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২০:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো ওয়েলস। ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে ৬৪ বছর পর বিশ্বকাপে জায়গা করে নেয় গ্যারেথ বেলের দল।
হারলেও কার্ডিফ সিটি স্টেডিয়ামে শুরু থেকে দাপটের সাথে লড়াই করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। কিন্তু ভাগ্য এদিনও সহায় ছিল না তাদের। ম্যাচের ৩৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেয়া গ্যারেথ বেলের ফ্রি-কিক ফেরাতে গিয়ে নিজেদের জালে বল ঝরান ইউক্রেনের অধিনায়ক আন্দ্রিই ইয়ারমোলেঙ্কো।মিনিট পাঁচেকের মধ্যে ইউক্রেন পেনাল্টি পেলেও পরে তা বাতিল হয় ভিএআরে। বিরতির পরও ম্যাচে ফেরার সুযোগ হারায় ইউক্রেন। তবে, ওয়েলস গোলরক্ষককে ফাকি দিতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই কাতার বিশ্বকাপ নিশ্চিত করে ওয়েলস। বি গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইরান।