শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প ও জো বাইডেন
- আপডেট সময় : ১২:৪৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র নয়দিন বাকি। শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা ব্যস্ত সময় পার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
শনিবার ফ্লোরিডায় ভোট দিয়েই নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও উইসকনসিনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওহাইওতে হাজারো সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, গত নির্বাচনের মতো এবারও ওহাইওতে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। কেননা, ২০১৬ তে ওহাইওতে প্রথম রিপাবলিকান প্রেসিডেন্ট হিসেবে জয় পেয়েছিলেন তিনি। এদিকে, শনিবার পেনসেলভেনিয়া অঙ্গরাজ্যের ব্রিসটল ও ফিলাডেলফিয়ায় নির্বাচনি প্রচার চালিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। সমাবেশে তিনি বলেন, পেনসেলভেনিয়ার ৫৩ লাখ বাসিন্দাসহ এক কোটিরও বেশি মার্কিনীর নিরাপত্তা নিশ্চিতে তাকে ভোট দেয়ার আহ্বান জানান। বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে রুখে দাঁড়াতে হবে। এই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন।