শেষ হলো দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল
- আপডেট সময় : ০৬:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ১৯৫৪ বার পড়া হয়েছে
শেষ হলো দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। তবে আচরণবিধি লঙ্ঘন ও ভোটের পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানান জাতীয় পার্টি ও তৃণমুল বিএনপির প্রার্থীরা। তারা বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক না হলে যে জাতীয় সংকট সৃষ্টি হবে, সেই সংকটের ভুক্তভোগী হবেন প্রধানমন্ত্রী। এ সময় সব প্রার্থীকে আচরণবিধি মানার আহবান জানান ঢাকা বিভাগীয় রির্টার্নিং কর্মকর্তা। এদিকে মনোনয়ন দাখিলের একপর্যায়ে রির্টানিং কর্মকর্তার কার্যালয় লক্ষ্য করে ৩ টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিনে সকাল থেকে সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যানার, মিছিল নিয়ে আসতে থাকেন প্রার্থীরা। মাত্র ৫ জন নেতাকর্মী সঙ্গে আনার বিধান থাকলেও আচরনবিধি মানতে দেখা যায়নি অনেককে। একে একে মনোনয়ন দাখিল করেন ঢাকা ১৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী মাইনুল হাসান খান নিখিল, ঢাকা ১০ আসনে ফেরদৌস আহমেদ,ঢাকা ৭ আসনে বর্তমান এমপি হাজী মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ সোলায়মান সেলিমসহ অনেকে।
মনোনয়ন দাখিল করেন জাতীয় পার্টি, তৃণমুল বিএনপি, জাকের পার্টিসহ স্বতন্ত্র প্রার্থীরা। তবে আচরনবিধি মানতে সকল প্রার্থীদের অনুরোধ জানান ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা। বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ মুহুর্তে ঢাকা বিভাগীয় রির্টানিং কর্মকর্তার কার্যালয় লক্ষ্য করে ৩ টি ককটেল নিক্ষেপ কারা হয়। এ সময় পুরো এলাকায় ধোয়াচ্ছন্ন হয়ে যায়। ঘটনাস্থলে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী গাড়িবহর এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তবে কে বা কারা ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।