শেষ হলো বাংলা একাডেমির মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা

- আপডেট সময় : ১০:৪৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
- / ১৭২৩ বার পড়া হয়েছে
শেষ হলো বাংলা একাডেমির মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। বিদায় লগ্নে শিশুদের কলকাকলীতে মুখর ছিলো শিশুপ্রহর। মেলার শেষ সময়ে পছন্দমতো বই কিনতে পেরে খুশি ছোট্ট সোনামনিরা। অভিভাবকরা মনে করছেন, মাসজুড়ে এ বইমেলার রেশ শিশুদের বইপ্রেমী করে তুলবে। আর শিশুদের মনন অনুযায়ী বই যোগান দিতে পেরে খুশি বই বিক্রেতারাও। এছাড়া দিনের শেষভাগেও ভীড় ছিল মেলা চত্বর, বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টলগুলোতে।
অমর একুশে গ্রন্থমেলার বিদায় লগ্নের শিশু প্রহরে, শিশু ও অভিভাবকদের এই উপচে পড়া ভিড়। শেষদিনে রাজধানীর অনেক শিক্ষা প্রতিষ্ঠানও শিক্ষার্থীদের নিয়ে দলবেঁধে এসেছে বই মেলায়। শিশু প্রহরের মূল আকর্ষণ ছিল সিসিমপুরের চরিত্রগুলো। শিশুদের আনন্দ দিতে স্টেজে হাজির হয় হালুম, ইকরি ও টুকটুকিরা। তাদের মুখেও বই পড়ার বাণী শোনে শিশুরা।
মেলা ঘুরে নিজেদের পছন্দের বই কিনতে পেরে খুশি ছোট্ট শিশু মনিরা। এদিকে ভবিষৎ প্রজন্মকে আলোকিত করে গড়ে তুলতে শিশুদের বইমুখী করতে চান অভিভাবকরা। শিশুদের চাহিদার মতো বই দিতে পেরে খুশি বই বিক্রেতারাও। গ্রন্থমেলার সমাপনী দিনের শেষভাগেও ছিল ক্রেতা-দর্শনার্থীদের ভীড়। এদিকে বাংলা একাডেমী চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। গ্রন্থমেলার শেষদিনে ১৫৪টি নতুন বইসহ মোট বই প্রকাশিত হয়েছে ৪ হাজার ৯১৯টি।