শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ২০টি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ২০টি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩ জন।
গেলরাতে শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়নের বুড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। পুনরায় হামলার আতংকে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্থরা। স্থানীয়রা জানায়, গত ১০ ফেব্রুয়ারি নিত্যানন্দপুর ইউপি নির্বাচনে বিজয়ী হয় আওয়ামী লীগের প্রার্থী মফিজ উদ্দিন বিশ্বাস। এরপর থেকেই পরাজিত স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেনের সমর্থকদের সাথে তার সমর্থকদের বিরোধ বাধে। এর জেরে গেলরাতে মফিজ উদ্দিন বিশ্বাসের সমর্থকদের বাড়িতে হামলা চালায় ফারুক সমর্থকরা। গভীর রাত পর্যন্ত হামলা ও লুটপাট চলে।