শৈলকুপায় ভেজাল পেঁয়াজ বীজ কিনে ক্ষতিগ্রস্ত কৃষক
- আপডেট সময় : ০৬:১৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় ভেজাল পেঁয়াজ বীজ কিনে ক্ষতিগ্রস্ত চাষিরা প্রতারক ব্যবসায়ীদের শাস্তি ও ক্ষতিপুরণর দাবিতে বিক্ষোভ করেছে।
দুপুরে শৈলকুপা থানা ও উপজেলা কৃষি অফিসের সামনে ক্ষতিগ্রস্ত শতাধিক চাষি বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, বেশ কিছু অসাধু ব্যক্তি উচ্চফলনশীল বলে ভেজাল পেঁয়াজ বীজ বিক্রি করে। এ বীজ কিনে চারা তৈরি করে ক্ষেতে লাগানোর পর তা মারা গেছে। এতে চাষিদের বিঘা প্রতি ২০ থেকে ২৫ হাজার টাকা করে ক্ষতি হয়েছে। প্রতারক বীজ ব্যবসায়ীদের শাস্তি ও ক্ষতিপুরণের দাবি জানান তারা।
পুরাতন নম্বরপ্লেট নবায়নের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে হ্যালো বাইক মালিকরা। প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে তারা। বক্তারা বলেন- আদালতের নির্দেশ উপেক্ষা করে পৌর কর্তৃপক্ষ অবৈধভাবে টাকার বিনিময়ে নতুনদের নম্বরপ্লেট দিচ্ছে। কিন্তু, পুরোনো নম্বর প্লেট নবায়ন করছেন না।
মুন্সীগঞ্জের শ্রীনগরের বালাশুর নতুন বাজারে গৃহবধূ মনিকা আক্তার হালিমাকে হত্যার অভিযোগে আসামীদের শাস্তির দাবীতে মানববন্ধন হয়েছে। দুপুরে উপজেলার নতুন বাজারে স্বজন ও এলাকাবাসী এ মানববন্ধন করে।