শোক ও শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন মোহাম্মদ নাসিম
- আপডেট সময় : ০৩:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সব আনুষ্ঠানিকতা শেষে শোক ও শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাষ্ট্রীয় মর্যাদায় সকাল ১১টার দিকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয় মোহাম্মদ নাসিমের মরদেহ।
এ সময় মরহুমের ছেলে তানভীর শাকিল জয়সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক মানুষকে এ সময় কবরস্থানে প্রবেশাধিকার দেয়া হয়। এর আগে সকাল ১০টা ২০ মিনিটে মোহাম্মদ নাসিমের নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে মরহুমের প্রতি ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় মরহুমের মরদেহে প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব এবং রাষ্ট্রপতির পক্ষে তার সহকারী সামরিক সচিব ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মোহাম্মদ নাসিমের মরদেহে ফুল দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।