বিভিন্ন স্থানে পদযাত্রায় হামলা’র প্রতিবাদে শোক র্যালি আয়োজন করেছে বিএনপি
- আপডেট সময় : ০৪:০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
- / ১৯৬৩ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন স্থানে পদযাত্রায় ‘হামলা, গুলি ও হত্যা’র প্রতিবাদে শোক র্যালির আয়োজন করেছে বিএনপি। ঢাকার নয়াপল্টনে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে। যোগ দেবেন মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতারা। নয়াপল্টন থেকে শুরু হয়ে র্যালি শেষ হবে মগবাজারে গিয়ে।
এদিকে, কৃষকদল নেতা সজিব হোসেনকে গুলি করে হত্যার প্রতিবাদে খুলনায় শোক মিছিল হয়েছে। জেলা ও মহানগর বিএনপির সহযোগী সংগঠনের নেতারা এতে অংশ নেন। একই প্রতিবাদে শোক র্যালি বের হয়েছে ফরিদপুরে। অংশ নেন বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সরকারের পদত্যাগসহ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে লক্ষ্মীপুর জেলা বিএনপির পদযাত্রায় মঙ্গলবার নিহত হন সজীব। বুধবার দুপুরে শহরের শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসভবনের সামনে বিএনপির পক্ষ থেকে নিহতের গায়েবী জানাজা হয়। এ্যানি বলেন, হামলা চালিয়ে কৃষক দলের কর্মী সজিব হোসেনকে হত্যা করা হয়েছে। পুলিশের গুলিতে বিএনপির প্রায় ২০০ নেতা-কর্মী আহত হন বলে দাবি করেন তিনি। এই সহিংস ঘটনায় লক্ষ্মীপুর পুলিশ দুটি মামলায় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরীকে প্রধান করে ৫৫ জনের নাম উল্লেখ করেছে। অজ্ঞাতনামা আসামি ৩ হাজার ৫০০ জন।
বিএনপির পদযাত্রায় বাধা, হামলা ও সংঘর্ষের ঘটনায় ঢাকাসহ দেশের ৭ জেলায় বিএনপির সাড়ে সাত হাজার নেতাকর্মীকে আসামি করে সারাদেশে ১৬টি মামলা হয়েছে।
৪০ জনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী, কলেজ শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী এসব মামলার বাদী। বুধবার চট্টগ্রামের আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ভাংচুরের অভিযোগে বিএনপির দুই শতাধিক কর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। সকালে নগরীর খুলশি থানায় এ মামলা করা হয়। পুলিশ জানায়, বুধবার লালখান বাজারে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা।এসময় পুলিশের গাড়িসহ বেশ কিছু যানবাহন ভাংচুর করে তারা। এই ঘটনা কেন্দ্র করে সন্ধ্যায় বিএনপি অফিসেও হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করে আওয়ামী লীগ নেতা কর্মীরা। তবে মামলা হয়েছে শুধু বিএনপি কর্মীদের বিরুদ্ধে।