শোষিত ও নিপীড়িত মানুষের কথা ভেবেই স্বাধীনতা এনেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- আপডেট সময় : ০১:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ যেন বিশ্বে মাথা উঁচু করে চলতে পারে সে লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে সরকার বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, শোষিত ও নিপীড়িত মানুষের কথা ভেবেই স্বাধীনতা এনেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কারে ভূষিতদের হাতে পদক তুলে দেয়া হয়। এ বছব পুরস্কার পেলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দাস্তগীর গাজী বীর প্রতীক, প্রয়াত কমান্ডার (অব.) আবদুর রউফ, প্রয়াত মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান। চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির। সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার। এছাড়া শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস্ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছে। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার। করোনার কারণে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ সব কর্মসূচি বাতিল করা হয়। একইসঙ্গে স্বাধীনতা পদক দেওয়ার কর্মসূচিটিও স্থগিত করা হয়েছিল।