শ্বাসরুদ্ধকর ম্যাচে আর্সেনালকে হারিয়েছে চেলসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
শ্বাসরুদ্ধকর ম্যাচে আর্সেনালকে হারিয়েছে চেলসি। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ২-১ গোলের জয় তুলে নিয়েছে চেলসি।
শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগ করতে থাকে আর্সেনাল। ১৩ মিনিটে বল জালে পাঠান আর্সেনাল। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ্ব শেষ করে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধ্বে উজ্জীবিত চেলসি। ৮৩ মিনিটে মেসন মাউন্টের ফ্রি কিকের ফ্লাইট বুঝতে ভুল করেন আর্সেনাল গোলরক্ষক। আর সেই সুযোগটা হাতছাড়া করেনি জর্জিনহো। সমতায় ফেরায় আরও ভয়ংকর হয়ে ওঠে ল্যাম্পার্ডের শিষ্যরা। ৮৭ মিনিটে উইলিয়ানের পাস থেকে ব্যবধানটা ২-১ করে চেলসি। অনবদ্য এই জয়ে ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার চতুর্থ স্থানটা ধরে রেখেছে চেলসি। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে থেকে বছর শেষ করলো আর্সেনাল। ১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল।