শ্রদ্ধা ও ভালোবাসা সকল মায়ের জন্য : বেলি আফরোজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
আজ রবিবার ‘বিশ্ব মা দিবস’। বিশ্বের সকল মাকে উৎসর্গ করা দিন আজ। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার এই দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়।মা দিবসের উদ্দেশ্য প্রতিটি মাকে যথাযথ সম্মান দেওয়া, শ্রদ্ধা জানানো ও ভালোবাসা দেওয়া।
বিশেষ এই দিনে শ্রদ্ধাভরে সব মায়েদের স্মরণ করছেন তারকারা। এ প্রজন্মের কন্ঠশিল্পী বেলি আফরোজ তাঁর মায়ের সাথে ছবি পোস্ট করে ফেসবুকেলিখেন, ‘আজ বিশ্ব মা দিবস। শ্রদ্ধা ও ভালোবাসা সকল মায়ের জন্য।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে বেলি আফরোজের নতুন গান ‘তোকে চাই’ মুক্তি পেয়েছে। এরই মধ্যে গানটি বেশ সাড়াও ফেলেছে। গানটির কথা, সুর ওসংগীতায়োজন সবই করেছেন রবিন ইসলাম।মিউজিক ভিডিওতে মডেলও হয়েছে গায়িকা বেলি নিজেই।