শ্রমিকদের কল্যাণ তহবিলের ৩ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ ও দূর্নীতির অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ
- আপডেট সময় : ০৫:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মহানগরীর সদরঘাট, স্ট্যান্ড রোড, বাংলা বাজার, মাঝির ঘাটসহ ১১টি ঘাটে কর্মরত প্রায় আড়াই হাজার শ্রমিকদের কল্যাণ তহবিলের ৩ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ ও দূর্নীতির অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে দুই শ্রমিক সংগঠন।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সদরঘাট থানা ঘাট ও গুদাম শ্রমিক লীগের ব্যানারে আয়োজিত আলাদা সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি এই অভিযোগ করা হয়। এক পক্ষ বলছে, গত ৫ বছর ধরে কল্যাণ তহবিলের নামে শ্রমিকদের মজুরী থেকে কেটে রাখা অন্তত ৩ কোটি ৩০ লাখ টাকা আত্মসাত করেছে সংগঠনের বর্তমান নেতারা। এই টাকা উদ্ধার করে দরিদ্র শ্রমিকদের মাঝে বন্টন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। পরে একই ব্যানারে আয়োজিত আরেক সংবাদ সম্মেলনে, অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি করে সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের দাবি কল্যাণ তহবিল নামের কোন তহবিল আজ পর্যন্ত গঠনই হয়নি। একটি পক্ষ নিজেদের স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে শ্রমিকদের বিভ্রান্ত করতে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা।