শ্রমিকদের জীবন মান উন্নয়ন না হলে শিল্পের বিকাশ সম্ভব নয় : মত বিশিষ্টজনদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
শ্রমিকদের জীবন মান উন্নয়নে ব্যবস্থা না নিলে, চা শিল্পের বিকাশ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, শুধু বড় বাগান নয়, সমতলে থাকা ক্ষুদ্র চা চাষীদের সংকট সমাধানেও কাজ করবে সরকার। জাতীয় চা দিবসের আলোচনায় এসব কথা বলেন তারা।
চা দিবসের সংকল্প– সমৃদ্ধ চা শিল্প’ এমন প্রতিপাদ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় ২য় জাতীয় চা দিবসের অনুষ্ঠান।
অনুষ্ঠানে শ্রমিকদের জীবন মান উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন বিশিষ্টজনরা।
আলোচনায় উঠে আসা পরামর্শগুলো গ্রহণের আশ্বাস দেন বানিজ্যমন্ত্রী।
পাশাপাশি সরকার বিরোধী সমালোচনার জবাবও দেন, টিপু মুনশি।