শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে নারী শ্রমিক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭০২ বার পড়া হয়েছে
আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৩০ জন।
আশুলিয়া শিল্প পুলিশের এক কর্মকর্তা বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, মাস্কট গার্মেন্টসের পার্শ্ববর্তী দুই কারখানার শ্রমিকদের সঙ্গে অন্য একটি গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ লেগে যায়। এতে এক নারী শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তাৎক্ষণিক নিহত নারীর পরিচয় জানা যায়নি।