শ্রমিক সংকট ও আগাম বন্যার আশংকায় চরম বিপাকে কৃষক

- আপডেট সময় : ০৮:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
করোনার লকডাউনের কারণে একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে আগাম বন্যার আশংকায় দ্রুত ধান কাটতে জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি জারির ফলে চরম বিপাকে পড়েছে সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের কৃষকরা। বছরের একমাত্র সম্বল এই বোরো ধান সময়মতো ক্ষেত থেকে ঘরে তুলতে না পারলে, কৃষকদের দুর্গতির শেষ থাকবে না।
টানা লকডাউনের কারণে, একদিকে বোরো ধান কাটতে ভিন্ন জেলা থেকে শ্রমিকরা আসতে পারছে না সুনামঞ্জের হাওর এলাকায়। আবার প্রচুর ঝড়-বৃষ্টিসহ আগাম বন্যার সতর্কতা জানিয়ে এরই মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন। আর তাইতো হাওরের বোর ধান কাটা নিয়ে, দুশ্চিন্তায় দিন কাটছে হাজারো কৃষকের।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, আগাম বন্যার আগেই কৃষকদের ধান কাটার জন্য তাগিদ দেয়া হয়েছে। আর জেলা প্রশাসক জানান, দ্রুত হাওরের ধান কেটে ফসল ঘরে তোলার তাগিদ দেয়ার পাশাপাশি আশপাশের জেলা থেকে শ্রমিক আনায় প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হচ্ছে।
বন্যার আগেই শ্রমিক সংকট কাটিয়ে কৃষকরা হাওরের বোরো ধান ঘরে তুলবেন- এমনটাই প্রত্যাশা সবার।