শ্রীপুরের কাওরাইদ বাজারে ছাত্রলীগের এক কর্মীকে ধাওয়া করে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০২:৪৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৭৯১ বার পড়া হয়েছে
গাজীপুর শ্রীপুরের কাওরাইদ বাজারে ছাত্রলীগের এক কর্মীকে ধাওয়া করে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগের নিহত কর্মীর নাম মো. নয়ন শেখ। তাঁর বাড়ি কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। নিহত ব্যক্তির স্বজনেরা দাবি করেছেন, ইউনিয়ন যুবলীগের কর্মী খাইরুল মীরের নেতৃত্বে কিছু লোক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
স্থানীয়রা বলেন, গতকাল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়ে ছাত্রলীগ কর্মী নয়ন শেখ—১৪ বছরের অনুভবকে ডেকে এনে মারধর করেন। ছেলেকে মারধরের কারণ জানতে গেলে অনুভবের বাবা খায়রুল মীরের সাথে নয়ন শেখের বাগ্ বিতণ্ডা হয়। একপর্যায়ে মারধর করা হয় খায়রুল মীরকেও। এ ঘটনায় রাত আটটার দিকে দুই পক্ষের লোকজন পাল্টাপাল্টি সংঘর্ষে জড়িয়ে পড়ে। নয়ন শেখের বড় ভাই রতন শেখ বলেন, সন্ধ্যার পর কাওরাইদ বাজারে মহড়া দেন খায়রুল মীরসহ তাঁর লোকজন। রাত সাড়ে ৮টার দিকে নয়ন শেখকে দলীয় কার্যালয়ে ঘণ্টাখানেক অবরুদ্ধ করে রাখেন তাঁরা। পরে ভেতর ঢুকে নয়ন শেখের ওপর হামলা চালান খায়রুলসহ তাঁর লোকজন। সেখান থেকে দৌঁড়ে পালানোর সময় নয়নকে ধাওয়া করা হয়। এতে পাশের একটি পুকুরে পড়ে গেলে সেখানে পিটিয়ে হত্যা করা হয় নয়নকে। শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন বলেন, এ ঘটনায় রাত পৌনে ১২টা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।